বড়দিন উপলক্ষে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা,বাড়ছে পর্যটকের সংখ্যা।

0
464

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- বড়দিন উপলক্ষে সেজে উঠেছে সৈকত নগরী পূর্ব মেদিনীপুর জেলার দিঘা এলাকা।তবে সেই পরিবেশ উপভোগ করতে পর্যটকরা ভিড় বাড়াচ্ছে দেশের এই জনপ্রিয় সমুদ্র সৈকতে। ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে আরো বেশি আকর্ষণীয় করা হয়েছে সৈকত নগরীকে। দিঘার নানা স্থানে বসেছে আলোর বাতিস্তম্ভ, লাগানো হয়েছে নানা রঙের আলো,পার্কের গায়ে পড়ছে নতুন রঙের প্রলেপ। সেজে উঠেছে ওল্ড দিঘা থেকে শুরু করে নিউ দিঘা। বিশ্ব বাংলা উদ্যান থেকে শুরু করে সাজানো হয়েছে দিঘার প্রবেশদ্বারকে। শীতের আবহে বড়দিন ও নববর্ষ উদযাপন, সবমিলিয়ে নয়া মাত্রা পেয়েছে দিঘা। সেল্ফি প্রেমীদের জন্য আলাদা করে করা হয়েছে সেল্ফি জোন। পাশাপাশি বসেছে অত্যাধুনিক রাইড। শুধুতাইনয় বিশেষ নজর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার দিকেও৷ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির মতো সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলি। ইতিমধ্যেই ১৫কোটি টাকা ব্যায়ে সৈকত নগরীকে নতুন করে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বেড়াতে আসা পর্যটকদের পিকনিকের জন্য নিউ দিঘার হেলিপ্যাড ময়দান নির্ধারণ করেছে প্রশাসন। ভিড়ে ঠাসা দিঘায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ওয়াচ টাওয়ারের পাশাপাশি, পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারির কাজে ব্যবহার হচ্ছে ড্রোন। সবাইকে কোভিড বিধি মেনে উৎসব পালনের পরামর্শ দিয়েছে প্রশাসন৷ দিঘায় পর্যটকদের ভিড় বাড়ায় খুশি হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা৷ ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে দিঘার প্রায় সমস্ত হোটেল ৷