একুশে ফেব্রুয়ারি : দুর্গাপদ চট্টোপাধ্যায়।

0
393

মৃত্যুবাচক শব্দ দিয়ে
জীবন লিখি মরার আশায়
বাঙলা ভাষায় ।

একুশ তারিখ ক্যালেন্ডারে
জীবন এসে কড়া নাড়ে
মৃত্যু  নেশায়
বাঙলা ভাষায় ।

আসবে পিওন জানতো চিঠি
মৃত্যু খামে রফিক নামে
মরার আশায়
বাঙলা ভাষায় ।

জব্বার আর রফিক জানে
মৃত্যু হল হল জীবন মানে
বাঁচার দিশায়
বাঙলা ভাষায় ।

শব্দ নিয়ে বসে আছি
লিখবো চিঠি খামের আশায়
বাঙলা ভাষায় ।

আমার জাগা তোমার ঘুমে
তোমার নেশায় আমার আশায়
আকাশ জানে দেখার নেশায়
জানলা খোলা বাঙলা ভাষায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here