মহাকুমা শাসকের উদ্যোগে আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলায় মাস্ক বিতরণও স্যানিটাইজ মাধ্যমে কোভিড সচেতনতার উদ্যোগ ।

0
539

আব্দুল হাই, বাঁকুড়াঃ – কোভিড বিধি মেনে চলার বিষয়ে মানুষের মধ্যে অনীহা দেখা যাচ্ছে ও মানুষ দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে বেপোরোয়া হয়ে উঠছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক মেলা। এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয়।বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে এই মেলা দেখতে। বিভিন্ন জেলার মানুষেরাও হাজির হয় এই আন্তর্জাতিক মেলায়।আজ বিষ্ণুপুর মহাকুমাশাসকের উদ্যোগে মল্লভূম প্রয়াসের সহযোগিতায় মেলা দেখতে আসা মানুষদের মাস্ক দেওয়া হয় এবং স্যানিটাইজ করা হয়। মাস্ক ও স্যানিটাইজ মাধ্যমে কোভিড সচেতনতার উদ্যোগ নিল।মহাকুমা শাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলা দেখতে আসা মানুষের।