মহাপ্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন পালিত হলো গাজোলে।

0
391

মালদা , নিজস্ব সংবাদদাতাঃ- মহাপ্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন পালিত হলো গাজোলে। শনিবার গাজোল ব্লকের শিবাজিনগর ক্যাথলিক চার্চে যিশুখ্রিস্টের জন্মজয়ন্তী উপলক্ষে প্রচুর ভক্তেরা ভিড় করেন । সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয় যিশুখ্রিস্টের ছবির সামনে । কেউ কেক নিয়ে সমাগম হয় চার্চে। আবার কেউ ফুল দিয়ে যীশু খ্রীষ্টকে প্রণাম জানান। এর পাশাপাশি চার্চের ফাদারের পক্ষ থেকে যিশুখ্রিস্টের জীবনের কিছু অংশ ভক্তদের কাছে তুলে ধরা হয় । সবমিলিয়ে গাজোলে ধুমধাম করে এদিন পালিত হয়েছে বড়দিনের যিশুখ্রিস্টের জন্ম জয়ন্তী উৎসব। এছাড়াও বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিন চার্চ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।