চূর্নি নদী নদীতে সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাট চুড়িপাড়া ঘাটে।

0
429

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- চূর্নি নদী নদীতে সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাট চুড়িপাড়া ঘাটে।আজ সকাল থেকেই চুর্নির এই ঘাটে সদ্যোজাতের মৃতদেহ থেকে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্নান বন্ধ করে দেন সাধারণ বাসিন্দারা। এরপর এই খবর যায় রানাঘাট থানার। পুলিশ এসে সদ্যোজাতের মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি কে বা কারা এখানে ফেলে গেল অথবা নদীর জলে ভেসে এসেছে কিনা সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।