নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পাকুয়াহাট বইমেলা কমিটির উদ্যোগে, পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় ২৬ শে ডিসেম্বর ২০২১ পাকুয়াহাট এ এন এম হাই স্কুল বই মেলা প্রাঙ্গণে বর্তমান রক্তের সংকট মোচনে মেলায় সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ২৩ জন রক্তবন্ধু রক্ত দান করেন। শিবিরে কার্যকারী সভাপতি ড শচীন্দ্রনাথ বালা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক, কোষাধক্ষ্য সুশান্ত সরকার, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমূখ। সবুজ সৃষ্টির লক্ষ্যে সকল রক্তদাতাকে চারাগাছ প্রদান করা হয়। সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট বইমেলার উপদেষ্টা মাননীয় শম্ভুনাথ সাহা মহাশয়।