প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিনয় সরকারের ১৩৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো বিএস ক্লাব কর্তৃপক্ষ ।

0
339

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিনয় সরকারের ১৩৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো বিএস ক্লাব কর্তৃপক্ষ । রবিবার সকালে মালদা শহরের বিনয় সরকার রোড এলাকার সংশ্লিষ্ট ক্লাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ। সেখানে পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। মালদা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে মূলত এই উদ্যোগ বলে জানিয়েছে ওই ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী বিনয় সরকার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সম্মান জানানো হয়।