বাঁকুড়ার তিলুড়ী তে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির।

0
290

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার সমাজ সেবা ও সংস্কৃতি জগতে তিলুড়ী আঞ্চলিক কালচ্যারাল এ্যাসোসিয়েশন একটি অতি পরিচিত নাম।

সারা বছর এই সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করে।

রক্তদান, চক্ষু অপারেশন শিবির ছাড়াও নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা এই সংস্থা করে থাকে।

সংস্থার ১৫ ই আগস্ট এর অনুষ্ঠান জেলা ছড়িয়ে সারা রাজ্যে প্রশংসিত।

২৬.১২.২১ সংস্থার পক্ষ থেকে পুরুলিয়ার রামচন্দ্রপুর নেতাজি আই হাস পাতালের সহযোগিতায় একটি বিনা মূল্যে চক্ষু ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়।
দেড় শত জনের ওপর ব্যাক্তি এই শিবিরে চক্ষু পরীক্ষা করায়।
৪৫ জন চক্ষু ছানি অপারেশনের জন্য বিবেচিত হয়।

তাদের গাড়ি করে শিবির থেকে রামচন্দ্র পুরে নিয়ে যাওয়ার ও অপারেশন শেষে আবার শিবিরের নির্দিষ্ট স্থানে ফিরিয়ে আমার ব্যবস্থা করে আয়োজক সংস্থা।
বিনা মূল্যে তাদের নিয়ে যাওয়া, আসা, অপারেশন এবং চশমার ব্যবস্থা করা হয়।

চন্দন মিশ্র, তপন চাটার্জী, সুজিত চন্দ্র, সিদ্ধার্থ আচার্য্য, বিশ্বদীপ ভট্টাচার্য্য দের মতো পৃষ্ঠপোষক দের দাবি, তারা সমাজসেবা মূলক কাজের মাধ্যমে জনগণের উপকার করে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here