মানবিকতার নজির গড়ল ইন্দাস থানার পুলিশ।

0
311

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস থানা পুলিশের মানবিক রূপ দেখলো জনগণ। পুলিশ সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে ।বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাশপুর অঞ্চলের পলাশী গ্ৰামে রাস্তায় অবহেলিত ভাবে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে। প্রথমেই ঐ মহিলাকে ইন্দাস ব্লক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তারপর মানসিক ভারসাম্যহীন মহিলাকে পুলিশ স্টেশনে আনা হয়। মহিলা পুলিশ দিয়ে স্নান করিয়ে কাপড় পাল্টানোর ব্যবস্থা করানো হয়। তারপর মানসিক ভারসাম্যহীন মহিলাকে দেওয়া হয় খেতে। ইন্দাস থানার পুলিশ চেষ্টা করছেন তার আসল পরিচয় জানার জন্য। ইন্দাস থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।