সারের কালোবাজারি বরদাস্ত করা হবে না, আলিপুরদুয়ারে এসে বললেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

0
564

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সারের কালোবাজারি বরদাস্ত করা হবে না। আলিপুরদুয়ারে এসে বললেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার কৃষি আধিকারিকদের নিয়ে রবিবার বৈঠক করলেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ছুটির দিন রবিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এই বৈঠক হয়। বৈঠকে যোগ দেওয়ার আগেই মন্ত্রী জানিয়ে দেন কলকাতায় ব্যাবস্থা নিয়েছি। উত্তরবঙ্গেও সারের কালোবাজারির খবর পেলে ব্যাবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন বাদে উত্তরবঙ্গে এলেন শোভন দেব বলে এদিন নিজেই জানিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়।