গ্রামীণ লাইব্রেরীর ৭৩৭টি শূণ্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে, বালুরঘাটে জেলা বইমেলার উদ্বোধন করতে এসে জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

বালুরঘাটঃ রাজ্যের প্রায় ১৫০০ গ্রামীণ লাইব্রেরীর ৭৩৭টি শূণ্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে, বালুরঘাটে জেলা বইমেলার উদ্বোধন করতে এসে জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ঐ ৭৩৭টি গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগের প্রস্তাব মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচনের পূর্বে কেবিনেটে সমর্থন করে অর্থদপ্তরে পাঠিয়েছেন এবং অর্থদপ্তর তা মঞ্জুরও করেছে এবং শূন্যপদে নিয়োগের প্রক্রিয়াও চলছে। উল্লেখ যে সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বালুরঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ২৬তম জেলা বইমেলার উদ্বোধন করেন। এদিন জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, ম্যাকিণটোর্স বার্ণ লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ। জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রন্থাগার মন্ত্রী তথা তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী-র কাছে এদিন রাজ্যে বিজেপির সাংগঠনিক পদে রদবদল নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিজেপির উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করে বলেন আসলে বাংলায় বিজেপি নেই জোর করে পীড়িত করে বিজেপি। জোর করে পীড়িত করলে আর কয়দিন টেকে। শুধু তাই নয় জেলা বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না জানানো নিয়ে এদিন বিজেপির পক্ষ তোলা অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন আমরা বিজেপিকে আমন্ত্রিত করার মতন মানসিকতা তৈরী করতে পারিনি, এমনিই ওদের ঘৃণিত মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *