দুয়ারে শিশু ভর্ত্তি কর্মসূচি দুবরাজপুরে।

0
424

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে প্রাথমিকে পড়ুয়াদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি ঘুরে দুয়ারে শিশু ভর্ত্তি কর্মসূচি শুরু হল দুবরাজপুর চক্রের কামালপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন এই বিদ্যালয়ের শিক্ষকরা কামালপুর গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শিশুদের ভর্ত্তি নিচ্ছেন। প্রাথমিক স্কুলে ভর্তির বয়স হলেই তাকে বাড়িতে বসিয়েই ভর্ত্তি করে নেওয়া হচ্ছে। এদিন কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক অনুপম গাঙ্গুলি জানান, যাঁরা এখনও ভর্ত্তি হতে পারেনি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ৫ জন শিক্ষক বাড়িতে বাড়িতে যাচ্ছি ভর্ত্তি করাতে। আমরা ভালোই সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই ২৫ টি শিশু ভর্ত্তি করে ফেললাম। করোনা অতিমারীর জন্য দু’বছর স্কুল বন্ধ ছিল। এই গ্রাম পিছিয়ে পড়া গ্রাম। এই গ্রামের ছেলেরা শিক্ষা থেকে পিছিয়ে পড়েছিল। আমরা শিক্ষকরা যখন দুয়ারে দুয়ারে যাচ্ছি তখন অভিভাবকরাও উৎসাহ পাচ্ছেন এবং তাঁদের ছেলেমেয়েদের ভর্ত্তি করাতে এগিয়ে আসছেন। পাশাপাশি সেখ শরিফ নামে এক অভিভাবক জানান, আগে আমাদের ছেলেদের স্কুলে গিয়ে ভর্ত্তি করাতে যেতে হত। কিন্তু এখন শিক্ষকরা বাড়িতে এসে ভর্ত্তি করছেন খুব ভালো লাগছে।