বাড়ির সামনে রাস্তায় আটকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে চার যুবককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে।

0
242

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বাড়ির সামনে রাস্তায় আটকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে চার যুবককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামের বাসিন্দা তথা একই পরিবারের ছয়জন সদস্য রেজাউল হক (৪৫),সেখ বুধুয়া(৬৫),নাজির হুসেন(২২),নাজলি বিবি(৪২),কাজলি বিবি(৩০) ও রবিউল হকের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন বাগামারা গ্রামের দুই বাসিন্দা অজিত আলি(২৫) ও ইরফান আলি(২১) এবং দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা মিন্টু আলি(২৬) ও রাড়িয়াল গ্রামের বাসিন্দা রৈশুদ্দিন(৩০)।অজিত আলি ও মিন্টু আলি বর্তমানে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন।
উভয় পক্ষ হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

জানা যায় শুক্রবার ও শনিবার দুইদিন ছিল বাগমারা গ্রামে উরুষের মেলা।শনিবার রাতে কাওয়ালি চলাকালীন ইরফান আলি মোবাইলে লাইভ ভিডিও করছিল।উরুষ কমিটি এক সদস্য নাজির হুসেন তাকে লাইভ ভিডিও করতে বারণ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। উরুষ কমিটি সেই রাতে বিবাদ মিটিয়ে দিলেও রবিবার নাজির হুসেন তার পরিবারের আরো পাঁচজন সদস্য ইরফান আলি ও তার তিন আত্মীয়কে বাড়ির সামনে রাস্তায় আটক করে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। হাতাহাতিতে উভয় পক্ষ জখম হয়েছে বলে খবর।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান উভয় পক্ষ অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here