ভারতের ছাত্র ফেডারেশন SFI এর প্রতিষ্ঠা দিবস।

0
838

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- ভারতের বামপন্থী ছাত্র ছাত্রীদের সংগঠনের ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে আজ নদীয়ার শান্তিপুর শহরে কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রের সামনে পতাকা উত্তোলন করা হয়। জানা যায় সন্ধ্যায় আয়োজিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র। ভারতের ছাত্র ফেডারেশন বা এস এফ আই হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)র ছাত্র সংগঠন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে বিদ্যালয়, মহা বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরের প্রায় ৫ কোটি সদস্য রয়েছেন। বর্তমানে যারা জাতীয় এবং রাজ্য স্তরের নেতৃত্ব দান করছেন, এবং
বিগত দিনে রাজ্য পরিচালনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের সিংহ ভাগই ছাত্রজীবনে এস এফ আই থেকে উঠে এসেছে বলে জানা যায়। তবে ছাত্র-ছাত্রী অনেকেই, মূল সিপিআইএম দলের শাখা সংগঠন হিসেবে মানতে নারাজ, তাদের বক্তব্য ছাত্রদের স্বতন্ত্র সংগঠন যা বামপন্থীদের ভাবাদর্শে তৈরি।