হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে টাকা তুলতে এসে সমস্যায় পড়ছেন গ্রাহকরা ।

0
293

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-  হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে টাকা তুলতে এসে সমস্যায় পড়ছেন গ্রাহকরা যার জেরে সোমবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যাংকের গ্রাহকরা তাদের অভিযোগ প্রায় ছয় মাস ধরে এই ব্যাংকের পরিষেবা ঠিক নেই বারবার জানানো সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না এমনই অভিযোগ তুলেছেন এলাকাবাসী দিনের পর দিন ব্যাংকে এসে লিংক নেই বলাহয় বলে জানায় ব্যাঙ্কের কর্মীরা। ব্যাংকে এসে দৈনিক ঘুরে যেতে হচ্ছে গ্রাহকদের এমনই অভিযোগ তুলে সোমবার একটা নাগাদ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ঋষিপুর অঞ্চলের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর গ্রাহকরা এই বিষয়ে গ্রাহকরা বলেন টাকা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে টাকা জমা নেওয়া হছে কিন্তু টাকা তুলতে সমস্যা দেখানো হছে পাশ বই আপডেট করানো সমস্যা অন্যন ব্যাঙ্কে এই সব সমস্যা নেই আমাদের এই ব্যাঙ্কে সমস্যা বেশি। এ বিষয়ে ঋষিপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার শুভেন্দু আধিকারি জানান, সার্ভার ডাউন থাকায় ব্যাংকের কোন কাজ করা যাচ্ছে না বিশেষ করে বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংকের সফটওয়্যার প্রবলেম হচ্ছে খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে।

বাইটঃ-ব্যাঙ্ক ম্যানেজার শুভেন্দু আধিকারি

বাইট ঃ- গ্রাহক