আধার কার্ডের জন্য এবার ভোর রাত থেকে লাইন দিতে হল সাধারণ মানুষকে।

0
449

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রায় সমস্ত ক্ষেত্রেই এখন অপরিহার্য হয়ে উঠেছে আধার কার্ড। আর এই আধার কার্ডের জন্য এবার ভোর রাত থেকে লাইন দিতে হল সাধারণ মানুষকে। আধার কার্ড তৈরি ও আধার কার্ডে নামের ভুল সংশোধন করার জন্য ভোর রাত থেকেই লম্বাই লাইন পড়ল ফালাকাটা ডাক ঘরের সামনে। মঙ্গলবার সকালে আধার কার্ডের জন্য ফালাকাটা সহ বিভিন্ন এলাকার থেকে বহু মানুষজন আসেন। এদিন কালীপুর এলাকার বাসিন্দা বাসিন্দা গণেশ বর্মন বলেন, “আধার কার্ডের ছবি তুলতে এসেছি৷ কিন্তু ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি।” প্রায় প্রত্যেকেই জানান, সরকারি সুযোগ সুবিধা পেতে আধার কার্ড খুবই জরুরি ৷ আর সেই কারণেই কষ্ট সহ্য করেও লাইন দিয়েছেন তাঁরা৷ কিন্তু প্রশ্ন একটাই, 28/12/2021 তারিখে দুই হাজার জনের নাম নেওয়া হবে এ কথা জানিয়েই নোটিশ জারি করা হয়েছে।সেক্ষেত্রে কয়েক হাজার মানুষ রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি এভাবেই হয়রানির শিকার হতে হবে আমজনতাকে প্রশ্ন উঠছে?