পৌরসভা নির্বাচনে জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা নির্বাচনের সমস্তটাই নির্ভর হবে : দেবপ্রসাদ রায়।

0
314

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এই বারের পৌরসভা নির্বাচনে জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা নির্বাচনের সমস্তটাই নির্ভর হবে।এমনটাই জানোলো প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দেবপ্রসাদ রায়।তিনি বলেন পৌরসভা নির্বাচনে সকল প্রার্থী থেকে কাকে সাথে নিয়ে লড়বে।সবটাই দায়িত্ব পালন করবে জেলা কংগ্রেস।জলনিকাশি থেকে পৌরসভার দুরনীতি থাকবে এই বারের পৌর নির্বাচনের ইসু।যদিও পৌরসভা গঠন কার হবে সেনিয়ে তেমন ভাবে কিছু বলতে চায়নি দেবপ্রসাদ বাবু।