রেশন আনতে যাওয়ার পথে এক ব্যক্তিকে বাড়িতে ঢুকিয়ে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মেরে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বেশ কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।

0
306

নিজস্ব সংবাদদাতা, মালদা: রেশন আনতে যাওয়ার পথে এক ব্যক্তিকে বাড়িতে ঢুকিয়ে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মেরে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বেশ কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার মোবারকপুর এলাকায় । এই ঘটনার পর আক্রান্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা গেছে আক্রান্ত ব্যক্তির নাম চিত্ত মন্ডল। অভিযোগ উঠেছে সনাতন মন্ডল সহ তার পরিবারের বেশ কয়েকজনের বিরুদ্ধে। আক্রান্তের মেয়ের অভিযোগ বেশ কিছুদিন আগে জমি জায়গা নিয়ে সনাতন মন্ডলের সাথে একটি গণ্ডগোল হয়েছিল। সেই ঘটনার জেরে আজ সকালে রেশন আনতে যাওয়ার পথে তার বাবাকে বাড়িতে ঢুকিয়ে হাঁসুয়ার কোপ মেরে খুন করার চেষ্টা করে।