রবীন্দ্র চেতনার আলোকে উদ্ভাসিত হয়ে We are The Common People এর কবিপ্রণাম।

0
1185

কোলকাতা, নিজস্ব সংবাদদাতা:- রবীন্দ্রনাথ মানেই চেতনার উন্মেষ। রবীন্দ্রনাথ মানেই প্রাণের আবেগ। অনন্ত ঐশ্বর্যের সন্ধানে সামনে এগিয়ে চলা। । বাঙালীর মন-মানসিকতা গঠনের, চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন প্রেরণার উৎস রবীন্দ্রনাথের গান, কবিতা ও নাটকের বিভিন্ন আয়োজনে সংগঠনগুলো তাদের অনুষ্ঠানের ডালি সাজায় ২৫ শে বৈশাখ, রবীন্দ্রচর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার পাশাপাশি তার কালজয়ী জীবনদর্শনে অনুপ্রাণিত হয়ে মানব মুক্তির পথ অন্বেষণের প্রত্যয় নিয়ে জোঁড়াসাকো ঠাকুরবাড়ীতে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলো We are The Common People এর ছাত্র যুব প্রতিনিধিদল।

রবীন্দ্রনাথের বাণীর ঐশ্বর্যে, ভাষার নৈপুণ্যে ও মানবিক মাঙ্গলিকতার বোধের অকৃত্রিম রূপ রসে সমৃদ্ধ বাঙালীর সাংস্কৃতিক চর্চা কে বিকশিত করবার প্রয়াস নিয়ে সংগঠনটি আগামী দিনেও তার লড়াই চালিয়ে যাবে বলে প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয় ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here