সিপিএম পার্টি অফিস মিহির দাস ভবনে একটি সাংবাদিক বৈঠক করা হলো ।

0
293

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আগামী জানুয়ারি মাসের সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে । আর সেই সম্মেলনের প্রস্তুতির বিষয়ে জেলা সিপিএম পার্টি অফিস মিহির দাস ভবনে একটি সাংবাদিক বৈঠক করা হলো দলের তরফ থেকে। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র , দলের রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্যসহ অন্যান্যরা।
সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র জানিয়েছেন, আগামী ১৯ ও ২০ জানুয়ারি জেলা সম্মেলন হতে চলেছে মালদা টাউন হলে। তার প্রস্তুতি হিসাবে কালিতলা মিহির দাস ভবন জেলা কার্যালয়ে সম্মেলনের লোগো উদ্বোধন করা হলো মঙ্গলবার। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে লোগো উদ্বোধন করা হয় জেলা বামফ্রন্টের তরফ থেকে।