অঙ্গনওয়াড়ি কেন্দ্র আলু, চাল, ডাল কম দেওয়ায় নিয়ে বিক্ষোভ।

0
452

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-  অঙ্গনওয়াড়ি কেন্দ্র আলু, চাল, ডাল কম দেওয়ায় নিয়ে বিক্ষোভ। এছাড়া অঙ্গনারী সেন্টারে সামাগ্রী না রেখে অন্য একটি বাড়ি তে রাখা নিয়েই মূলত বিক্ষোভ এলাকাবাসীদের।

অঙ্গনওয়াড়ি কর্মী কলি ঘোষাল কে ঘিরে বিক্ষোভ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ৭ নং ভান্ডার গ্রাম পঞ্চায়েতর রাতন গ্রামের কলি ঘোষালের সেন্টারে গ্রামের বাসিন্দা ও এলাবাসি।
জানা গিয়েছে,এদিন ওই কেন্দ্র থেকে অভিভাবকাদের আলু সহ কম চাল ও ডাল দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

যদিও অঙ্গনওয়াড়ি কর্মি কলি ঘোষাল অভিযোগ অস্বীকার করে বলেন,সটিক পরিমান মাফিক চাল, ডাল ও আলু দেওবা হোছে। বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি তে লক ডাউনের কারনে কালিয়াগঞ্জে সেন্টার সামগ্রীগুলো ভালোভাবে থাকবে না বলে পরিচিত ব্যক্তি বাড়ি রেখে জেনো সময় মতন রদ্র সুখানো যায় ও সামাগ্রি গুলি ভালো থাকে।