অবশেষে সাত দিনে সমাপ্তি হল সুন্দরবনের কুলতলির রয়্যাল বেঙ্গল কান্ড।

0
336

দক্ষিণ চব্বিশ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে সাত দিনে সমাপ্তি হল সুন্দরবনের কুলতলির রয়্যাল বেঙ্গল কান্ড।বুধবার সাতসকালে বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জের অর্ন্তগত ঢুলিভাসানি ৪ নম্বর জঙ্গলের মুক্তি দেওয়া হল কুলতলির লোকালয়ে চলে আসা চতুর বাঘটিকে। ঘড়ির কাঁটাতে তখন ৬:৫৫ হতেই ডিএফও মিলন কান্তি মন্ডলের নির্দেশে জঙ্গল লাগোয়া নদীর জলে বাঘের খাঁচার মুখ খুলে দিতেই বাঘটি মুক্তির স্বাদ পেতেই খাঁচা থেকে নেমে পড়ে নদীর জলে। এরপর আস্তে আস্তে নতুন ঠিকানার পথে পাড়ি দেয়। যাওয়ার সময় ফিরে দেখে বন কর্মীদের দিকে। বাঘটিকে তার নিজের পরিবেশে ফেরাতে পেরে খুশি বন কর্মীরাও।