মিছিল করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন।

0
189

আবদুল হাই, বাঁকুড়াঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বাম গণসংগঠন এর যৌথ উদ্যোগে ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে একটি দাবি সম্মিলিত স্মারকলিপি পত্র জমা দেন। ইন্দাস সি পি আই এম এর দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে গিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দেন বামপন্থী গণসংগঠন এর সমর্থকরা। বিভিন্ন দাবির মধ্যে অন্যতম দাবী গুলি হল 100 দিনের কাজ অতি শীঘ্রই চালু করতে হবে এবং বকেয়া টাকা মজুরদের পরিশোধ করতে হবে 100 দিনের পরিবর্তে 200 দিধ কাজ করতে হবে দৈনিক মজুরি 600 টাকা করতে হবে শ্রম কোড বাতিল করতে হবে কৃষকের ফসল ধান সমবায় এবং পঞ্চায়েতের মাধ্যমে সরকারের দামে ক্রয় করতে হবে পাট্টা প্রাপকদের পাট্টা রেকর্ড করতে হবে জমি রেকর্ড এবং অন্যান্য কাজ নিয়ম মেনে স্বচ্ছতার সাথে করতে হবে 60 বছরের উর্ধ্বে সমস্ত মানুষকে মাসে তিন হাজার টাকা করে ভাতা প্রদান করতে হবে। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কমরেড তাপস চক্রবর্তী ,আবদুর রব,অসিম দাস
সহ একাধিক সিপিআইএম সমর্থকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here