আলিপুরদুয়ারে ফিরল ঠান্ডা, রাস্তায় রাস্তায় আগুন পোহানোর ধুম।

0
360

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রচন্ড ঠান্ডা! তার উপর ঝির ঝিরে বৃষ্টি। আলিপুরদুয়ারে ফিরল ঠান্ডা। রাস্তায় রাস্তায় আগুন পোহানোর ধুম। বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়। আর এতেই জাকিয়ে শীত পরার আশঙ্কা করছেন অনেকেই। হালকা বৃষ্টির ফলে অন্যান্য দিনের তলুনায় পথঘাট ছিল অনেকটাই ফাঁকা। এদিকে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শহরের বিভিন্ন রাস্তায় মানুষকে আগুন পোহাতেও দেখা যাচ্ছে।