দুয়ারে শিশু ভর্তি কর্মসূচীতে ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে।

0
259

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান মাননীয় শ্রী প্রলয় নায়েক মহাশয়ের উদ্যোগে সারা জেলা জুড়ে শুরু হয়েছে শিশু ভর্তি করণ কর্মসূচি। এই মহতী কাজে পিছিয়ে নেই ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়। পাড়ায় পাড়ায় বসে চলছে এই কর্মসূচি। করোনা আবহের জন্য প্রায় দুটি বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অভিভাবকদের মধ্যে সচেতনতার বার্তা দিতে এই মহতী কাজে হাত লাগিয়েছেন উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়। নতুন শিশু ভর্তি, স্কুল ছুট, এগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী যথেষ্ট। অধিকাংশ অভিভাবক তেমন সচেতন নয়। অভিভাবকদের তরফ থেকে রাকিবুল সেখ, আমেনা বিবি, যোগমায়া কোনাই, নিখিল ভল্লা এই মহতী কাজের জন্য সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান। উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুকুমার গঁড়াই মহাশয় এই মহতী কাজের জন্য সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করেন, ধন্যবাদ জানান সকল অভিভাবকদের। এই কাজে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি ও খুব খুশি। সরকারি সব ধরনের কাজ এই বিদ্যালয় যথাযথ মর্যাদা সহকারে পালন করে থাকেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে পঞ্চম শ্রেণী। শিশু ভর্তি করণে কোনো শিশু যাতে পড়ে না থাকে সেটা দেখার জন্য এই মহতী কর্মসূচি পালন করা চলছে। এখন পর্যন্ত নতুন ছাত্রছাত্রীরা ভর্তি সংখ্যা -২৬ ছাব্বিশ জন। বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা -৫ (পাঁচ) জন। শ্রেণীকক্ষ ও শিক্ষকের ঘাটতি রয়েছে। বিষয়টি দেখার জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে সবিনয় আবেদন রাখছি। আশাকরি কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না। আমরা সকল শিশুদের ভর্তি করতে বদ্ধপরিকর।। মাননীয় চেয়ারম্যান সাহেবকে উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।।
ছবি ও তথ্য – সুকান্ত রায় , ময়ূরেশ্বর , বীরভূম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here