নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে মৃত্যু হল এক শিশুকন্যার, আহত ১৫ জন বাসযাত্রী।

0
345

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে মৃত্যু হল এক শিশুকন্যার। আহত ১৫ জন বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া মাঠপাড়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, বুধবার দুপুরে একটি বেসরকারি যাত্রীবাহী বাস রানাঘাট থেকে কৃষ্ণনগর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুকন্যার। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।