ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স।

0
1205

পুরুলিয়া , শিবপ্রসাদ মন্ডল:- ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ এর নামে অবৈজ্ঞানিক, কাল্পনিক বিষয়কে শিক্ষাক্রমের মধ্যে নিয়ে আসা চলবে না,

সংবিধানের 51(a) ধারা অনুযায়ী বিজ্ঞানমনস্কতার প্রসার করতে হবে এবং ভ্রান্ত কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণার প্রসার বন্ধ করতে হবে

কেন্দ্রীয় বাজেটের 10% এবং রাজ্য বাজেটের 30% শিক্ষাখাতে বরাদ্দ করতে হবে,

বিশ্ব উষ্ণায়ন রোধে এবং প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিতে হবে।

দেশের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে মুনাফালোভী কর্পোরেটের হাতে তুলে দেওয়া চলবে না।

অবিলম্বে় জেলার স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করে বিজ্ঞান বিভাগ গুলি সচল রাখতে হবে

এই দাবিতে আজ সারা ভারতবর্ষের সাথে সাথে পুরুলিয়া শহরেও ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স” পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এই মার্চ অনুষ্ঠিত হয়। এই মার্চে উপস্থিত ছিলেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ডঃ সুবলচন্দ্র দে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি তথা লক্ষণপুর ওয়াই এস এস কে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত প্রমুখ। এই মার্চে শতাধিক ছাত্র-শিক্ষক অধ্যাপক বিজ্ঞানীদের ছবি ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here