পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিনিত হতে বেশি দেরি নয়,মহিষাদলে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- “পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিনত হতে বেশি দেরি নয়” বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের জগৎপুরে হিন্দু জাগরন মঞ্চের উদ্যোগে বিশ্ব শান্তি যোঞ্জ্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, কপিল মুনি আশ্রমের প্রধান মহন্তকে আড়লে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তাই তিনি আগামীর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে বলে জানিয়েছেন। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে নাম না করে বর্তমান শাসকদল কে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে,আমরা ৩৮.১৩ শতাংশ ভোট পেয়েছে তাতে খাঁটি দুধ, আর ওরা যে ভোট পেয়েছে তাতে জল মেশানো রয়েছে এমনিভাবে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *