বড়রা রবীন্দ্র নজরুল স্মৃতি কাপের ফাইনাল ম্যাচে উপচে পড়া ভীড়।

0
309

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- শীতকাল হচ্ছে খেলাধূলার আদর্শ ঋতু। আর এই শীতের দুপুর জমে উঠেছে ফুটবলের আসরে। কয়েকমাস আগে বিশ্বকাপ ক্রিকেটের আইপিএল খেলায় গোটা বিশ্ব মেতেছিল। কিন্তু বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বড়রা গ্রামেও এই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ল ফুটবল খেলায়। তাই আজ বীরভুম জেলার খয়রাশোল ব্লকের বড়রা গ্রামের রবীন্দ্র নজরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহন করেছিল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় পশ্চিম বর্ধমানের বাজারি একাদশ এবং ঝাড়খণ্ডের সিএসকে একাদশ। এই খেলায় পশ্চিম বর্ধমানের বাজারী একাদশ ঝাড়খন্ডের সিএসকে একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। এই খেলায় আজ উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সিউড়ী বিধানসভার বিধায়ক তথা জেলাপরিষদ সভাধিপতি বিকাশরায় চৌধুরী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সাহা, খয়রাশোল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী, জেলা যুব সভাপতি দেবব্রত সাহা সহ আরো অনেকে। এদিন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী জানান, বিগত একমাস যাবৎ ৮টি দল নিয়ে খেলা শুরু হয়েছিল। আজ তার ফাইনাল খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এই টুর্নামেন্টের মূল আয়োজক ছিলেন সেখ মেরাজ। দূর দূরান্ত থেকে খেলার আনন্দ উপভোগ করার জন্য এসেছিলেন ফুটবল প্রেমীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here