নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মুজনাই নদী থেকে এক মহিলার মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের ১৩/৮২ পাটের নবনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই মহিলার মৃতদেহ নদীতে ভেসে আসতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। তবে ওই মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ মৃতার পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।