মেয়ে শ্রেয়াকে রেখে মা তাদের বড় একা করে চলে গেলেন চির শান্তির দেশে।

0
210

আবদুল হাই, বাঁকুড়াঃ দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সার আক্রান্ত মা বুলি নন্দীকে কঠোর পরিশ্রম দিয়েও আগলে রাখতে পারলো না অষ্টম শ্রেণীতে পাঠরত মেয়ে শ্রেয়া নন্দী। দিন এনে দিন খাওয়া ছোট্ট একটা পরিবার। দারিদ্র্য হলেও দুঃখের ছায়া পড়েনি তেমন। কিন্তু হঠাৎ কোথা থেকে নেমে এলো কালো মেঘ। বেশ কিছুদিন ধরেই মা শয্যাশায়ী পরে ধরা পড়ে ক্যান্সার অসুখ। তারপর থেকেই কাজ-কর্ম, পড়া-শোনা ইত্যাদির মাঝে ক্রমাগত মেয়ে শ্রেয়া নন্দী করে গেছে মায়ের সেবা।আর মায়ের সেবার জন্য সর্বক্ষণ পাশে পাশে থাকতে হবে না। কারণ মা বুলি নন্দী তাদের বড় একা করে গতকাল সন্ধ্যায় চলে গেলেন চির শান্তির দেশে। কিন্তু হঠাৎ করেই মায়ের চলে যাওয়া। কে আর আদর করবে তাকে? কে ভালোবাসবে মায়ের মতন? প্রশ্ন খুঁজছে ক্লাস অষ্টম শ্রেণীর ছোট্ট মেয়ে শ্রেয়া। মানবিক কারণে কাতর আবেদন সবার কাছে একটু দাঁড়ান অসহায় শ্রেয়া নন্দীর পাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here