বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে সি আই ডি।

0
397

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সি.আই.ডি আধিকারিকরা। কল্যাণী এইমসে নিয়োগ দূর্ণীতির তদন্তে বুধবার চার সদস্যের সি.আই.ডি দল বিধায়কের বাড়িতে আসেন। তাঁরা বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করেন।

আইনজীবি শুভাশীষ দে বলেন, ঠিক কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমি জানিনা। তবে আমার মক্কেল জানিয়েছেন- তাঁর বাবাকে ভবানী ভবনে সি.আই.ডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি যা উত্তর দিয়েছিলেন তার ‘ক্রস চেক’ করতেই এদিন ফের সি.আই.ডি প্রতিনিধি দলটির বাঁকুড়ায় আসা। প্রয়োজনে তাঁরা আবারো আসতে পারেন। তবে তাঁর মক্কেল মৈত্রী দানা কল্যাণী এইমসে ‘চুক্তিভিত্তিক’ কাজ করতেন। গত আগষ্ট মাস থেকে ঐ চুক্তির পূনঃর্নবিকরণ না হওয়ায় বর্তমানে তিনি ঐ কাজে যুক্ত নন বলে আইনজীবি জানান।

এপ্রসঙ্গে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, হাজার বার আসুক। ছোটো করার অপচেষ্টা চলছে। চার মাসের চুক্তিতে মেয়ে নিয়োগ হয়েছিল। ৪০ বছরের রাজনৈতিক জীবনে অনেকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ‘পৃথিবীটা গোল’ তারও সুযোগ একদিন আসবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here