৩২ কেজি পোস্তর খোলা সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ।

0
218

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল গভীর রাতে বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে ঐ থানা এলাকার যাত্রা গ্রামে ৩২ কেজি পোস্তর খোলা আটক করে এবং সেখ রওসন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, যাত্রা গ্রামের বাসিন্দা সেখ রওসন তাঁর বাড়ী লাগাও একটি হাস্কিং মিলে কয়েকজনকে নিয়ে ঐ পোস্তর খোলা প্যাকিং করছিল। ঐসময় হঠাৎ হানা দেয় সদাইপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সেখ রওসনকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। পাশাপাশি ৩২ কেজি পোস্তর খোলা উদ্ধার করে। বাকিরা পলাতক। আজ অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here