আলোতে খুশি, বাঁকুড়া বাসী।

সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের বিভিন্ন স্থানে ত্রিফলা আলো সংযোগ করে শহর কে আলোকিত করেন।

এরফলে যেমন মানুষজনের সুবিধা হয় তেমনি অপরাধ প্রবণতাও অনেক টা কমে।

বাঁকুড়ার সারা শহর জুড়ে রয়েছে এমন ত্রিফলা আলো।

বিগত সাত বছর ধরে চাঁদ মারি ডাঙ্গা থেকে ভৈরব স্থান মোড়, যা বাঁকুড়া শহরের গুরুত্ব পূর্ণ ও জন বসতি পূর্ণ এলাকা তার ত্রিফলা আলো খারাপ হয়ে পড়ে ছিল।
এর ফলে এলাকার ও বাঁকুড়া শহরের অনেক মানুষের অসুবিধা হচ্ছিল।

মানুষের এই অসুবিধার কথা বিবেচনা করে সম্প্রতি বাঁকুড়া পৌরসভা এই এলাকার ত্রিফলা আলো মেরামত করে।

সেই আলো পরিসেবা পরিদর্শনে বের হন পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার এবং ভাইস চেয়ারম্যান গৌতম দাস ২৮.১২.২১ সন্ধ্যায়।

এলাকার মানুষজন এই পরিসেবা ফিরে পেয়ে দারুন খুশি।
এইজন্য তারা মাননীয়া মুখ্যমন্ত্রী ও বাঁকুড়া পৌরসভা কে ধন্যবাদ জানায়।

বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, সাত বছর আগে বন্ধ হওয়া এই ত্রিফলা আলো পরিসেবা বাঁকুড়া বাসীদের ফিরিয়ে দিতে পেরে তিনি খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *