নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আগুনে পুড়লো গোয়ালবাড়ি জখম দুটি গবাদিপশু,১০০ দিনের শ্রমিকদের তৎপরতায় নেভানো হলো আগুন প্রানে বেঁচেলো গবাদিপশুরা।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সাঁটিতেতুল গ্রামের। স্থানীয় সুত্রে খবর বৃহস্পতিবার হঠাৎই আগুন দেখতে পান এলাকাই কর্মরত ১০০ দিনের শ্রমিকেরা। ১০০ দিনের শ্রমিকেরা ছুটে গিয়ে এলাকা থেকে বালতি সংগ্রহ করে পুকুর থেকে জল নিয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ করে। আগুনের তাপে দুটি গবাদিপশু অসুস্থ হয়। মশার উপদ্রব থেকে গবাদিপশুকে বাঁচাতে গোয়ালে রাখা আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা আগুনে পুড়লো গোয়ালবাড়ি,জখম গবাদিপশু,১০০ দিনের শ্রমিকদের তৎপরতায় নেভানো হলো আগুন,প্রানে বেঁচেলো গবাদিপশুরা,তীব্র...