কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সম্বেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়।

0
303

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সম্বেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়।এই দিন সদর ব্লক দুই আসাম মোড় তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কাযালয়ে এই সভাটি হয়।আগামী 19ই জানুয়ারি এই সম্বেলনকে সামনে রেখে পয়লা জানুয়ারি থেকে ব্লকে ব্লকে একটা করে প্রস্তুতি সভা হবায় কথা জানিয়েছেন সদর ব্লক দুই কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি নিতাই কর।এই সভায় উপস্থিত ছিলেন এলাকার পঞায়েট প্রধান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।