বামফ্রন্ট নেতৃত্বদের গ্রেফতারের প্রতিবাদে বামপন্থী শাখা সংগঠন আর এস পির বিক্ষোভ রানাঘাটে।

0
420

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- বামফ্রন্ট নেতৃত্বদের গ্রেফতারের প্রতিবাদে বামপন্থী শাখা সংগঠন আর এস পির বিক্ষোভ রানাঘাটে। বামফ্রন্ট নেতা মনোজ ভট্টাচার্য, রবীন দেব সহ অন্যান্য বামপন্থী নেতাদের পুলিশী গ্রেফতার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে নদীয়া রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বামপন্থী শাখা সংগঠন আর এস পির কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, গতকাল বুধবার কলকাতায় নির্বাচনী প্রসঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বাম সংগঠনগুলি মুখ্য নির্বাচনী দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেছিলেন। অভিযোগ অবস্থান-বিক্ষোভ চলাকালীন সেখানে বিনা প্ররোচনায় পুলিশ রবীন দেব, মনোজ ভট্টাচার্য সহ একাধিক বামফ্রন্ট নেতৃত্ব কে গ্রেফতার করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায়। মূলত তারই প্রতিবাদে এই দিন রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বাম শাখা সংগঠন আর এস পির কর্মী সমর্থকরা।