বুধবার সন্ধ্যায় মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় একটি সঙ্গীত সরঞ্জাম দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

0
352

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বুধবার সন্ধ্যায় মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় একটি সঙ্গীত সরঞ্জাম দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
ফিতে কেটে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক উজ্জল সরকার,ইসি মেম্বার হিমাদ্রি রায়, দোকান মালিক কার্তিক দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা।
একদিকে রানু মন্ডল অন্যদিকে ভুবন বাদ্যকার তারা গান গেয়ে ভাইরাল হন।দিনে দিনে মানুষের আকর্ষণ বাড়ছে সঙ্গীতের প্রতি। তাই দোকান মালিক আশা করেন ভালো বিক্রি হবে সংগীত সরঞ্জাম।