রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাংলা গানের নৃত্য পরিবেশন করবে দিল্লি তে মেদিনীপুর এর একটি নৃত্য সংস্থা।

0
388

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে অনুষ্ঠিত কুচকাওয়াজে, পশ্চিমবঙ্গ থেকে ফিউশন বিভাগে একমাত্র দল হিসেবে অংশ নিতে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের নৃত্যসংস্থা “তালম”।
উল্লেখ্য, ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং রক্ষামন্ত্রক “বন্দে ভারতম” নামে সারাদেশ ব্যাপী একটি নৃত্য প্রতিযোগীতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতাতে ফিউশন বিভাগে, জেলা থেকে রাজ্য ও পরে পূর্বাঞ্চলে ধাপে ধাপে উত্তরণের পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লায় প্রধানমন্ত্রীর সামনে নৃত্য প্রদর্শনের সুযোগ পেয়েছে মেদিনীপুরের এই নৃত্যুসংস্থাটি। সংস্থার প্রধান রাজিব খান জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাংলা গানে নৃত্য প্রদর্শন করেই তাঁরা পূর্বাঞ্চলের সেরা দল হিসাবে নির্বাচিত হয়েছেন। গত ১৯ডিসেম্বর দিল্লিতে সারা ভারতের বাছাই করা ৭১ টি নৃত্য দলের মধ্য থেকে ২৫ টি দল সুযোগ পায়। ফিউশন বিভাগে এটিই পূর্বাঞ্চলের রাজ্য গুলি থেকে নির্বাচিত একমাত্র দল যারা প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে।