জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- করোনার বার বাড়ন্তকে সামনে রেখে পথে নামল জেলা পুলিশ।শুক্রবার জেলা পুলিশের উপস্থিতিতে শহরের প্রাণ কেন্দ্র গুলো যেমন দিনবাজার, কদমতলা,মার্চেন রোড ইত্যাদি জায়গায় মানুষ কে সচেতন করতে একটি রেলি করা হয়।রেলির মাধ্যমে সকল কে মাস্ক পড়ার বার্তা দেবা হয়।উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবষি দত্ত, সহ অন্যান্য পুলিশ অফিসার রা।রেলিটিতে পুলিশ কর্মী সহ সিভিক ভলেনটিয়াররাও এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি যারা মাক্স পড়েননি তাদের মাক্স বিতরণ করা হলো।