কাঙ্খণীয় : দিলীপ রায়।

0
294

বয়সের ভারে ন্যুব্জপৃষ্ঠ হওয়া কম্পিত হাতটা
বাড়িয়ে দিলে কিছুতেই ফিরিয়ে দিয়ো না ।
জানবে অনেক আশায় বুক বেঁধে অবলম্বনের
অভিলাষে হয় তো বাড়িয়েছে হাতখানা ।

ভাবেনি কখনও পুরানো দিনের নির্মম অব্যক্ত
যন্ত্রণার অভিজ্ঞতার নিদ্রাহীন নিশিযাপনের কথা ।
বুঝতে দেয়নি বেড়ে উঠা সন্তানের হিতার্থে
ক্ষুধার্ত ও কষ্টসহিঞ্চু জীবনের চরম মর্মব্যথা ।

ইংরেজী স্কুলে ভর্তির সময় টাকার দুশ্চিন্তায়
বাবা-মায়ের ছিল অসহায়ের মতো করুণ অবস্থা ।
ভর্তির টাকা জোগাড়ে তাঁদের কতো মরীয়া প্রয়াস
অবশেষে মায়ের গহনা বিক্রির টাকায় হল ব্যবস্থা ।

পরবর্তী পড়াশোনা চালানোর ইতিহাস তোমার জানা
দিবারাত্রি বাবার অমানুষিক হাঁড়ভাঙ্গা পরিশ্রম ।
উপার্জনের চিন্তায় ঝিয়ের কাজে মায়ের খাঁটুনি
নিরলস কসরতের জন্য আজ তোমার এত মান-সম্ভ্রম ।

হিল্লি-দিল্লি ছাড়িয়ে সুখের স্বপ্নের জগতে
আজ যেটা তোমার সদাহাস্য অবাধ বিচরণ ।
পেছনে কিন্তু ঐ কম্পিত হাত ছিল আজকের
সমাজে তোমার প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র অবলম্বন ।

দিলীপ রায় (+৯১ ৯৪৩৩৪৬২৮৫৪)।