তীব্র শীতে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ দুবরাজপুরে।

0
325

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সর্বদা মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন বীরভূম জেলার দুবরাজপুরের রুবিনা বিবি।
এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব মনে করে আজ দুবরাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বনকাটিপাড়া, নতুন বাসস্ট্যাণ্ডের ২০০ জন দুঃস্থ মানুষদের নিজ উদ্যোগে শীতবস্ত্র তুলে দেন রুবিনা বিবি। তিনি জানান, আমি সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব। সাধারণ মানুষদের কোনো অসুবিধা হলে তাঁরা আমাকে জানান এবং আমি যতটা পারি করার চেষ্টা করি। পৌর নির্বাচন আসন্ন। তাই তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, যদি তৃণমূল দল আমাকে চাই তাহলে অবশ্যই আমি দাঁড়াব। আমি সর্বদা তৃণমূলে আছি।