দুস্থদের শীতবস্ত্র প্রদানের মাধ্যমে বর্ষ বিদায়, উপস্থিত বিধায়ক।

0
311

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর পঞ্চানন তলা এসএমএস রাইসের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ উপস্থিত বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আগমনী বর্ষবরনের প্রাক্ কালে বর্ষবরণের শুভেচ্ছার পাশাপাশি কয়েকশো দুঃস্থ মানুষদের কে শীত বস্ত্র বিতরণ করলো শান্তিপুরের সুপরিচিত প্রতিষ্ঠান এসএমএস রাইস। শুক্রবার এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী বৃন্দাবন প্রামাণিক পৌর প্রশাসক সুব্রত ঘোষ সরকারি প্রশাসক শুভজিৎ দে সহ একাধিক বিশিষ্টজনেরা। যদিও আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় একাধিক বিধিনিষেধ মেনে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায় শান্তিপুরের সুপরিচিত প্রতিষ্ঠান এসএমএস রাইসের কর্ণধার শান্তিপুরের একজন বিশিষ্ট সমাজসেবী, সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে। এবার নতুন বছরের বর্ষবরণের পাশাপাশি দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখেই এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে বলেই জানালেন আয়োজকরা।