বছরের শেষ দিনে চিড়িয়াখানায় ছুটির আমেজ গ্রহণ করছে কচিকাঁচা থেকে শুরু করে আবালবৃদ্ধবনিতা।

হাওড়া, নিজস্ব সংবাদদাতাঃ- বছরের শেষ দিনে চিড়িয়াখানায় ছুটির আমেজ গ্রহণ করছে কচিকাঁচা থেকে শুরু করে আবালবৃদ্ধবনিতা। 2021 এর অন্তিম লগ্নে মহামারী কোভিডকে সঙ্গে নিয়ে আনন্দের জোয়ারে ভাসছে আপামর বাঙালি। ভ্রমণ পিপাসু একরখী বাঙ্গালীদের গৃহবন্দী রাখতে হিমশিম খাচ্ছে সরকারের সব রকমের বিধি-নিষেধ। একদিকে যেমন কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে সরকার কর্তৃপক্ষ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বিন্দুমাত্র লক্ষণ দেখতে না পাওয়ার আক্ষেপ, অপরদিকে করোনা নামক ডাইনোসর তার লেজের ঝাপটায় এক এক করে সারা বিশ্বের মানুষ কে ঘায়েল করেছে স্ব ভঙ্গিমায় বিভিন্ন রূপে মাধ্যমে। তার থেকে বাদ নেই ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ ও । এত প্রিয়জনকে হারিয়ে হুস ফিরছে না ভ্রমণ পিপাসু পশ্চিমবঙ্গের বাঙ্গালীদেরও । তাই কাতারে কাতারে বিভিন্ন দর্শনীয় জায়গায় ভিড় জমাচ্ছেন অহরহ । আনন্দ উপভোগ করছেন আবাল-বৃদ্ধ-বনিতা তেমনি চিত্র ধরা পড়ল চিড়িয়াখানায়। শয়ে শয়ে মানুষের উদ্দীপনা চিত্র । চিড়িয়াখানার কর্তৃপক্ষের বারংবার মাস্ক পড়ার সতর্কতার করার পরেও অধিকাংশ দর্শনার্থী চিড়িয়াখানার ভিতরে মাক্স বিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন । এবং আমন্ত্রণ জানাচ্ছেন বহুরূপী করোণা ভাইরাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *