নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বছর শেষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা,বোমাবাজির অভিযোগ,ভাঙচুর করা হলো তৃণমূল দলীয় কার্যালয়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত খড়্কুশমা গ্রামে,বিশেষ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত ও শুক্রবার সকাল থেকে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। দুপক্ষের সংঘর্ষের জেরে ভাংচুর করা হয় তৃণমুলের দলীয় কার্যালয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ঐ এলাকায় শতাধিক বোমা ফাটায় একদল দুষ্কৃতিকারী। গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র তৃণমুলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বলে খবর। ঘটনায় ২/৩ জন গ্রামবাসী আহত হয়। এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকেই চলছে এলাকায় পুলিশি টহল। পাশাপাশি শুক্রবার এলাকা থেকে বেশকিছু বোমা উদ্ধার করে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমুলের কেউ জড়িত নয় বলে দাবি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার। তিনি জানান যারা প্রকৃত তৃণমূল কর্মী তারা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাবে না। এটা দুষ্কৃতিকারীদের কাজ। পুলিশকে বলা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
Home রাজ্য দক্ষিণ বাংলা বছর শেষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গড়বেতার খড়্কুশমা, বোমাবাজির অভিযোগ,ভাঙচুর করা হলো তৃণমূল...