বাঁকুড়ার ছাতনার শুশুনিয়ার আদিবাসী গ্রামে লোক সংস্কৃতির ছায়ায় আদিবাসী মিলন উৎসব।।।

0
483

সুদীপ সেন, বাঁকুড়াঃ- বছরের শেষ ও শুরুতে অন্যান্য সম্প্রদায়ের মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন ও আনন্দ ও উৎসবে মেতে ওঠে।

রাজ্যের অন্যান্য স্থানের মতো বাঁকুড়া জেলা তে ও তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন দুটিকে পালন করে।

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড়ের নিকট ছোট্ট একটি আদিবাসী গ্রাম শিউলী বনা।
এখানের বর্ষ বিদায় ও বর্ষ বরণের উৎসব পালন করা হয় খের ওয়াল তুকৌ আদিবাসী মিলন উৎসব নামে।

সময়িতা মঠের পরিচালনায় এই অনুষ্ঠান হয়।

আদিবাসী লোক সংস্কৃতির প্রসার ও আরো বেশি চর্চার জন্যই এই উৎসবের আয়োজন বলে এই উৎসবের কনভেনর জানান।

দুই দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে দল এসে এখানে আদিবাসী লোক সংস্কৃতির অনুষ্ঠান করে।

আজ উৎসব প্রাঙ্গণে কিছু দল কে নিয়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হয়।

এই উৎসব বর্তমানে এক মহা মিলন উৎসব ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হয়ে উঠেছে।