দু’মাস ধরে চলা পথ নিরাপত্তা দিবসের শেষ দিনে ছৌনিত্যের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করল খড়গপুর লোকাল থানার পুলিশ।

0
265

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্ঘটনাকে এড়াতে জেলা পুলিশের নির্দেশে দু’মাস ধরে চলছে জেলার সমস্ত থানায় পথ নিরাপত্তা দিবস। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করেছিল পুলিশ প্রশাসন। আর এই শেষ দিনে অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার পুলিশের উদ্যোগে খড়গপুর লোকাল থানার অন্তর্গত মোহনপুর এলাকায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে খড়গপুর লোকাল থানার ভারপ্রাপ্ত ওসি, এসডিপিও ছৌ নিত্য এর মধ্যে পথ নিরাপত্তা সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করল খড়গপুর লোকাল থানার পুলিশ, পাশাপাশি পথ নিরাপত্তা বিষয়ে নিয়ে যে নতুন আইন নির্ধারিত হয়েছে। সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মূলত দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করতে জেলা পুলিশের এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here