বিষময় দুই হাজার কুড়ি এবং একুশ সাল কাটিয়ে সামগ্রিক শুভকামনার আশায় নতুন বর্ষবরণের প্রস্তুতি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- বিষময় দুই হাজার কুড়িতেও একইভাবে 2021 এ অনেক আশা ভরসা নিয়ে নতুন বছর বর্ষবরণ হয়েছিলো। সকলেই ভেবেছিল দুঃখ-দুর্দশা কাটিয়ে সামগ্রিক মঙ্গল ঘটবে, কিন্তু তাতেও থেমে থাকেনি করোনার প্রাদুর্ভাব। নতুন দুশ্চিন্তা অমিক্রণ বংশবৃদ্ধি করতে চলেছে বাইশেও। দীর্ঘ করোনা পরিস্থিতিতে আনন্দ উৎসব অনেকটাই হয়েছিল মাটি, বিদ্যালয় থেকে কর্মস্থল সর্বত্রই দুশ্চিন্তার ছাপ। এরইমধ্যে কিছুটা আনন্দ পেতে উৎসবমুখি মানুষ প্রস্তুত ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে। প্রায় প্রত্যেক পাড়ায় চলছে বর্ষবরণের প্রস্তুতি। দুস্থ মানুষকে সহযোগিতা, পাড়ার সকলে সমবেত হয়ে একসাথে খাওয়া দাওয়া, কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও বা স্টেজ লাইট মাইকের মাধ্যমে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস এর আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *