মুখ্যমন্ত্রীর জল স্বপ্ন প্রকল্প কে গতি আনতে জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে আশা কর্মীদের প্রশিক্ষণ।

0
345

সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তিনি সারা রাজ্যের মানুষকে ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন।

সেই মতো সরকারের জন স্বাস্থ্য কারিগরি দপ্তর ও তাদের কাজের গতিকে বাড়িয়েছে মুখ্যমন্ত্রীর ওই সময় সীমার মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে।

এরই অঙ্গ হিসেবে ৩১ শে ডিসেম্বর বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে প্রতি গ্রাম পঞ্চায়েতের পাঁচ জন করে আশা কর্মী নিয়ে পানীয় জল পরীক্ষা করার জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে জন্য স্বাস্থ্য কারিগরি দপ্তর।

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও, ব্লকের জুনিয়র পি, এইচ, ই ইঞ্জিনিয়ার , ল্যাবরেটরির টেস্টিং এক্সপার্টস গণ এবং বিভিন্ন আশা কর্মী গণ।

প্রজেক্টর মেশিনের মাধ্যমে এবং হাতে কলমে আশা কর্মীদের জল পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই পরীক্ষা সম্পর্কে বিশদে জানানো হয়।

আশা কর্মীরা এই প্রশিক্ষণ পেয়ে খুশি।