হাতির তান্ডব থেকে ফসল বাঁচাতে সরিষা চাষে মন দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

0
282

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে প্রায়শই যাতায়াত হাতির দলের ।
হাতির এই যাতায়াত এর ফলে কৃষকদের সব্জি চষে ব্যাপক ক্ষতি করে হাতির দল। হাতির তান্ডবে বিঘার পর বিঘা ফসল মাঠেই নষ্ট হয়ে যায়।
এবার থেকে এই সব্জি চাষের ক্ষতি কমানোর জন্য এই মরশুমে ,জঙ্গল লাগোয়া আদিবাসী সমাজের মানুষেরা সরিষা চাষের উপর মন দিয়েছে। চাষীরা বলেন হাতি,বনসুয়োর,হরিণ এই সব পশুরা সরিষা গাছ খায় না, তাই ক্ষতির আশঙ্কাও কম যার জন্য এই চাষে মন দিয়েছেন আদিবাসী সমাজের মানুষ।

বাইট:- মঙ্গল মুর্মু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here